ব্যবহারের শর্তাবলী
Postimages.org-এর সার্ভারে কী আপলোড করা যাবে না:
- যেসব ছবির কপিরাইট আপনার নয় বা ব্যবহার করার লাইসেন্স নেই—এমন কপিরাইটেড ছবি।
- সহিংসতা, ঘৃণামূলক বক্তব্য (যেমন জাতি, লিঙ্গ, বয়স বা ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য), বা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানি।
- হুমকিমূলক, হয়রানিমূলক, মানহানিকর, বা সহিংসতা কিংবা অপরাধকে উস্কে দেয় এমন ছবি।
- যে সব ছবি USA বা EU-তে অবৈধ হতে পারে।
আপনি যে ছবি আপলোড করতে চান তা অনুমোদিত কি না যদি নিশ্চিত না হন, তবে আপলোড করবেন না। আপলোড করা ছবি আমাদের টিম পর্যালোচনা করে এবং শর্ত ভঙ্গ করলে কোনো পূর্বসতর্কতা ছাড়াই ছবি সরিয়ে ফেলা হবে। এর ফলে আপনাকে আমাদের ওয়েবসাইট থেকে ব্যানও করা হতে পারে।
স্বয়ংক্রিয় বা প্রোগ্রাম্যাটিক আপলোড অনুমোদিত নয়। আপনার অ্যাপের জন্য ইমেজ স্টোরেজ দরকার হলে Amazon S3 বা Google Cloud Storage ব্যবহার করুন। নিয়ম লঙ্ঘনকারীদের শনাক্ত করে ব্যান করা হতে পারে।
সম্ভব হলে তৃতীয় পক্ষের ওয়েবসাইটে এমবেড করা ছবিগুলো আমাদের সাইটের সংশ্লিষ্ট HTML পাতার লিংকে মোড়ানো রাখুন। আউটগোয়িং লিংকটি যেন কোনো ইন্টারস্টিশিয়াল পেজ বা বিঘ্ন ছাড়াই সরাসরি আমাদের ওয়েব পেজে নিয়ে যায়। এতে আপনার ব্যবহারকারীরা ফুল-রেজোলিউশনের ছবি দেখতে পারবেন এবং আমরাও খরচ চালাতে সহায়তা পাবে এমন বিজ্ঞাপনের আয় করতে পারি।
আইনি শর্তাবলী
কোনো ফাইল বা অন্যান্য কন্টেন্ট আপলোড বা মন্তব্য করার মাধ্যমে, আপনি আমাদের কাছে এই মর্মে ঘোষণা ও নিশ্চয়তা দেন যে (1) এতে কারও অধিকার লঙ্ঘিত বা ক্ষুণ্ন হয় না; এবং (2) আপনি যে ফাইল বা কন্টেন্ট আপলোড করছেন তা আপনি নিজেই তৈরি করেছেন, অথবা এই শর্তাবলীর সাথে সামঞ্জস্য রেখে আপলোড করার জন্য আপনার পর্যাপ্ত মেধাস্বত্ব রয়েছে। আমাদের সাইটের পাবলিক অংশে আপনি যে কোনো ফাইল বা কন্টেন্ট আপলোড করলে, আপনি Postimages-কে একটি অ-একচেটিয়া, রয়্যালটি-মুক্ত, স্থায়ী, অচ্যুত বিশ্বব্যাপী লাইসেন্স (সাবলাইসেন্স ও অ্যাসাইনমেন্ট অধিকারের সাথে) প্রদান করেন যাতে Postimages সেই ফাইল বা কন্টেন্ট ব্যবহার করতে পারে, অনলাইনে এবং বর্তমান বা ভবিষ্যতের যেকোনো মাধ্যমে প্রদর্শন করতে পারে, ডেরিভেটিভ ওয়ার্ক তৈরি করতে পারে, ডাউনলোডের অনুমতি দিতে পারে, এবং/অথবা বিতরণ করতে পারে, এমনকি তৃতীয় পক্ষের ওয়েবসাইটে এমবেডেড (হটলিংকড) আকারেও, যা অন্যথায় Postimages-এর সাথে সংশ্লিষ্ট নয়। আপনি যতটুকু পরিমাণে আমাদের সাইটের পাবলিক অংশ থেকে কোনো ফাইল বা কন্টেন্ট মুছে দেন, উপরের বাক্যের অধীনে Postimages-কে প্রদত্ত আপনার লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে, তবে Postimages আগে থেকেই যে কোনো ফাইল বা কন্টেন্ট কপি করেছে এবং সাবলাইসেন্স দিয়েছে বা সাবলাইসেন্সের জন্য মনোনীত করেছে—তার ক্ষেত্রে এই লাইসেন্স প্রত্যাহার হবে না।
Postimages থেকে কোনো ছবি ডাউনলোড বা অন্যান্য ব্যবহারকারী-প্রসূত কন্টেন্ট (UGC) কপি করার মাধ্যমে, আপনি এতে কোনো অধিকার দাবি করবেন না বলে সম্মত হচ্ছেন। নিম্নলিখিত শর্ত প্রযোজ্য:
- আপনি UGC ব্যক্তিগত, অ-বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন।
- কপিরাইট আইনের ফেয়ার ইউজ হিসেবে যা পড়ে—যেমন সাংবাদিকতা (সংবাদ, মন্তব্য, সমালোচনা, ইত্যাদি)—সে সব কাজে আপনি UGC ব্যবহার করতে পারেন, তবে প্রদর্শনের জায়গায় অনুগ্রহ করে একটি অ্যাট্রিবিউশন ("Postimages" বা "courtesy of Postimages") যুক্ত করুন।
- আপনি সাংবাদিকতাবহির্ভূত বাণিজ্যিক উদ্দেশ্যে UGC ব্যবহার করতে পারবেন না—ব্যতিক্রম কেবল তখনই, যখন সংশ্লিষ্ট UGC আইটেমগুলো আপনি আইনগতভাবে আপলোড করেছেন (অর্থাৎ আপনি কপিরাইট মালিক), অথবা কপিরাইট মালিকের কাছ থেকে লাইসেন্স নিয়েছেন। আপনি যে পণ্য বিক্রি করছেন তার ছবি পোস্ট করা ঠিক আছে; প্রতিদ্বন্দ্বীর ক্যাটালগ চুরি করা ঠিক নয়।
- UGC ব্যবহার সম্পূর্ণ আপনার ঝুঁকিতে। POSTIMAGES কোনো রকম NON-INFRINGEMENT ওয়ারেন্টি দেয় না, এবং UGC ব্যবহারের ফলে উদ্ভূত কপিরাইট লঙ্ঘনের যে কোনো দাবি থেকে আপনি Postimages-কে ক্ষতিপূরণ দেবেন ও দায়মুক্ত রাখবেন।
- ফেয়ার ইউজের সীমার মধ্যে না থাকলে, আমাদের সাইটের UGC নয় এমন কোনো অংশ আপনি কপি বা ব্যবহার করতে পারবেন না।
আমাদের সাইটে এমন কিছু দেখলে যা আপনি মনে করেন আপনার কপিরাইট লঙ্ঘন করছে, নিচের তথ্য পাঠিয়ে আপনি আমাদের Digital Millennium Copyright Act ("DMCA") এজেন্টকে অবহিত করতে পারেন:
- লঙ্ঘিত হয়েছে বলে দাবি করা কপিরাইটযুক্ত কাজ বা কাজগুলোর শনাক্তকরণ। গুরুত্বপূর্ণ: আপনার কাজটির জন্য কপিরাইট নিবন্ধিত থাকতে হবে, অথবা অন্তত Copyright Office (http://www.copyright.gov/eco/) এ কাজটির কপিরাইট নিবন্ধনের জন্য আবেদন করা থাকতে হবে। নিবন্ধিত নয় এমন কাজের ভিত্তিতে DMCA নোটিফিকেশন বৈধ নয়।
- আমাদের সার্ভারে যে উপকরণটি লঙ্ঘন করছে বলে দাবি করা হচ্ছে এবং যা সরানো হবে তার শনাক্তকরণ, যার মধ্যে URL বা উপকরণটি খুঁজে পেতে সহায়ক অন্যান্য তথ্য অন্তর্ভুক্ত।
- একটি বিবৃতি যেখানে আপনি সৎ বিশ্বাসে জানান যে অভিযোগকৃত পন্থায় উপাদানটির ব্যবহার আপনার (কপিরাইট মালিক হিসেবে), আপনার এজেন্টের, বা আইনের দ্বারা অনুমোদিত নয়।
- একটি বিবৃতি যেখানে আপনি জানান যে আপনার নোটিশের তথ্য সঠিক, এবং মিথ্যা হলে শাস্তির আশঙ্কায় ঘোষণা করছেন যে আপনি অভিযোগকৃত কাজের একচেটিয়া কপিরাইট অধিকারের মালিক (অথবা মালিকের পক্ষে কাজ করতে অনুমোদিত)।
- আপনার শারীরিক বা ইলেকট্রনিক স্বাক্ষর, অথবা আপনার পক্ষে কাজ করতে অনুমোদিত কারও স্বাক্ষর।
- আমরা কীভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি তার নির্দেশনা: সম্ভব হলে ইমেলের মাধ্যমে; পাশাপাশি আপনার ঠিকানা এবং ফোন নম্বরও অন্তর্ভুক্ত করুন।
যেহেতু সব DMCA নোটিশ এমন কাজের ভিত্তিতে হতে হবে যার কপিরাইট Copyright Office-এ নিবন্ধিত (অথবা যার নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে), এবং যেহেতু অনেক DMCA টেকডাউন নোটিশই বৈধ নয়, তাই আপনি যদি আপনার DMCA নোটিশের সাথে কাজটির কপিরাইট নিবন্ধন বা নিবন্ধনের আবেদনপত্রের একটি কপি সংযুক্ত করেন, তাহলে আমাদের তদন্ত দ্রুত হবে। DMCA নোটিশ আমাদের সাইটের Contacts সেকশনে দেওয়া উপযুক্ত পদ্ধতিতে পাঠানো উচিত বা support@postimage.org.
অবশ্যই আমরা Postimages-কে যতটা সম্ভব নির্ভরযোগ্য করতে সচেষ্ট, কিন্তু Postimages-এর সেবাগুলো AS IS – WITH ALL FAULTS ভিত্তিতে প্রদান করা হয়। আমাদের সেবা ব্যবহার সম্পূর্ণ আপনার ঝুঁকিতে। আমরা কোনো নির্দিষ্ট সময়ে আমাদের সেবার প্রাপ্যতা, বা চলমান অবস্থায় এর নির্ভরযোগ্যতার নিশ্চয়তা দিই না। আমরা আমাদের সার্ভারগুলোর ফাইলের অখণ্ডতা বা অব্যাহত প্রাপ্যতার নিশ্চয়তাও দিই না। আমরা ব্যাকআপ রাখি কি না, এবং রাখলে সেই ব্যাকআপ পুনরুদ্ধার আপনার জন্য উপলভ্য হবে কি না—তা আমাদের বিবেচনার বিষয়। POSTIMAGES সব ধরনের ওয়ারেন্টি, প্রকাশ্য ও ইঙ্গিতপূর্ণ, বিশেষ করে যথোপযুক্ততা ও বাণিজ্যযোগ্যতার ইঙ্গিতপূর্ণ ওয়ারেন্টি, অস্বীকার করে। এই শর্তাবলীতে অন্য কিছু বলা থাকুক বা না থাকুক, এবং POSTIMAGES অনুপযুক্ত বা ক্ষতিকর কন্টেন্ট অপসারণে পদক্ষেপ নিক বা না নিক—POSTIMAGES-এর সাইটের কোনো কন্টেন্ট মনিটর করার কোনো দায় নেই। POSTIMAGES তার সাইটে POSTIMAGES কর্তৃক তৈরি নয় এমন কোনো কন্টেন্ট—যেমন ব্যবহারকারী কন্টেন্ট, বিজ্ঞাপন কন্টেন্ট, বা অন্যান্য—এর যথার্থতা, উপযোগিতা বা নির্দোষতার জন্য দায় নেয় না।
আপনি Postimages-এর সেবায় সংরক্ষিত কোনো সেবা এবং/অথবা কোনো ছবি বা অন্যান্য ডেটা হারালে আপনার একমাত্র প্রতিকার হলো আমাদের সেবা ব্যবহার বন্ধ করা। POSTIMAGES আপনার POSTIMAGES-এর সেবা ব্যবহার বা ব্যবহার করতে অক্ষমতা থেকে উদ্ভূত কোনো প্রত্যক্ষ, পরোক্ষ, আকস্মিক, বিশেষ, পরিণামমূলক বা শাস্তিমূলক ক্ষতির জন্য দায়ী থাকবে না, এমনকি POSTIMAGES-কে এ ধরনের ক্ষতির সম্ভাবনা সম্পর্কে জানানো হয়ে থাকলেও বা যুক্তিসঙ্গতভাবে জানা থাকার কথা হলেও। POSTIMAGES-এর সেবা ব্যবহারের ফলে উদ্ভূত কোনো কারণ দেখিয়ে এক বছরের বেশি সময় পরে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না।
আপনি POSTIMAGES এবং এর সকল কর্মীদের সকল ধরনের ক্ষতি, দায়, দাবি, ক্ষতিসাধন ও ব্যয়, যার মধ্যে যুক্তিসঙ্গত আইনজীবীর ফিও অন্তর্ভুক্ত, থেকে ক্ষতিপূরণ দেবেন ও ক্ষতিমুক্ত রাখবেন—যা এই শর্তাবলী ভঙ্গ, তৃতীয় পক্ষের অধিকার লঙ্ঘন, এবং আমাদের সার্ভারে আপনার ফাইল, মন্তব্য বা অন্য যে কোনো কিছু আপলোড করার ফলে কোনো তৃতীয় পক্ষের ক্ষতির সাথে সম্পর্কিত।
"You" বলতে এমন যে কোনো ব্যক্তিকে বোঝায় যিনি এই শর্তাবলীতে সম্মতি দিয়েছেন বা এতে চুক্তিগতভাবে আবদ্ধ হয়েছেন, তিনি সেই সময়ে শনাক্ত হোন বা না হোন। "Postimages" বা "we" বলতে Postimages প্রকল্প নিয়ন্ত্রণকারী আইনগত সত্তা, তার উত্তরসূরি ও নিযুক্তদের বোঝায়। এই শর্তের কোনো অংশ অকার্যকর হলে, বাকি বিধানসমূহ প্রভাবিত হবে না। এই ব্যবহারের শর্তাবলী এই বিষয়ের সাথে সম্পর্কিত পক্ষগুলোর মধ্যে সম্পূর্ণ চুক্তি গঠন করে, এবং আপনি Postimages-এর সেবার ব্যবহার বন্ধ করার পরেও আপনার ব্যবহারের ফলে উদ্ভূত কোনো বিষয়ে এগুলো প্রযোজ্য থাকবে। আমরা সময়ে সময়ে কোনো নোটিশ ছাড়াই এসব শর্ত সংশোধন করতে পারি।