প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলি
আপনি যদি হিমশিম খান এবং একটু সাহায্য প্রয়োজন হয়, তবে আপনি সঠিক পাতায় আছেন। এখানে আপনার প্রশ্নগুলোর উত্তর সম্ভবত পেয়ে যাবেন। তালিকায় না থাকলে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।
Postimage.org কী?
Postimage.org ফোরামের জন্য বিনামূল্যে ছবি হোস্টিং সেবা প্রদান করে।
Image Upload মড কীভাবে ইনস্টল করব?
আপনি যদি আপনার ফোরামে আমাদের ইমেজ হোস্টিং সেবা যোগ করতে চান, তবে উপযুক্ত Image Upload এক্সটেনশন ইনস্টল করুন। আমরা আরও ওয়েবসাইট ইঞ্জিন সমর্থনে কাজ করছি, তাই যদি সেখানে আপনারটি না দেখেন, পরে আবার দেখে নিন।
আমার eBay পণ্যের বর্ণনায় আমি কীভাবে ছবি পোস্ট করতে পারি?
- মূল Postimages পাতায় "Choose images" বোতামে ক্লিক করুন।
- আপলোড করতে চান এমন ছবিগুলো পপআপ হওয়া ফাইল ব্রাউজার থেকে নির্বাচন করুন। "Open" ক্লিক করলেই ছবি সঙ্গে সঙ্গে আপলোড শুরু হবে।
- আপনার ছবিগুলো আপলোড হয়ে গেলে আপনি একটি অ্যাডমিন গ্যালারি ভিউ দেখবেন। কোড বক্সের বাম দিকে দ্বিতীয় ড্রপডাউনটি ক্লিক করে "Hotlink for websites" নির্বাচন করুন। আপনি যদি কেবল একটি ছবি আপলোড করে থাকেন, তাহলে এই অপশনটি সামনেই দেখা যাবে।
- কোড বক্সের ডান পাশে থাকা Copy বোতামে ক্লিক করুন।
- eBay বিক্রয় সেকশনে আপনার নতুন লিস্টিং খুলুন।
- Description সেকশনে স্ক্রল করে যান।
- সেখানে দুটি পছন্দ থাকবে: "Standard" এবং "HTML"। "HTML" নির্বাচন করুন।
- Postimages থেকে কপি করা কোডটি এডিটরে পেস্ট করুন।
আপনাদের প্লাগইন ব্যবহার করে না এমন কোনো ফোরামে আমি কীভাবে ছবি পোস্ট করব?
- মূল Postimages পাতায় "Choose images" বোতামে ক্লিক করুন।
- আপলোড করতে চান এমন ছবিগুলো পপআপ হওয়া ফাইল ব্রাউজার থেকে নির্বাচন করুন। "Open" ক্লিক করলেই ছবি সঙ্গে সঙ্গে আপলোড শুরু হবে।
- আপনার ছবিগুলো আপলোড হয়ে গেলে আপনি একটি অ্যাডমিন গ্যালারি ভিউ দেখবেন। কোড বক্সের বাম দিকে দ্বিতীয় ড্রপডাউনটি ক্লিক করে "Hotlink for forums" নির্বাচন করুন। আপনি যদি কেবল একটি ছবি আপলোড করে থাকেন, তাহলে এই অপশনটি সামনেই দেখা যাবে।
- কোড বক্সের ডান পাশে থাকা Copy বোতামে ক্লিক করুন।
- আপনার ফোরামের পোস্ট এডিটর খুলুন।
- Postimages থেকে কপি করা কোডটি এডিটরে পেস্ট করুন। এটি কাজ করতে ফোরামে BBCode সাপোর্ট সক্রিয় থাকতে হবে।
Postimages-এ সর্বোচ্চ কত বড় ফাইল আপলোড করা যায়?
বেনামী ব্যবহারকারী এবং ফ্রি অ্যাকাউন্টের ব্যবহারকারীদের আপলোড করা ছবির সীমা 32Mb এবং 10k x 10k পিক্সেল। প্রিমিয়াম অ্যাকাউন্টের সীমা 64Mb এবং 10k x 10k পিক্সেল।
আমি একসাথে কতগুলো ছবি আপলোড করতে পারি?
বর্তমানে প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ১,০০০টি ছবি আপলোড করা যায়। তার বেশি প্রয়োজন হলে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে একই গ্যালারিতে একাধিক ব্যাচে ছবি আপলোড করতে পারেন।
আমি মোট কতগুলো ছবি আপলোড করতে পারি?
যত খুশি! আমরা ব্যবহারকারীদের উপর কোনো কঠোর সীমা আরোপ করি না (আমাদের ব্যবহারের শর্তাবলী-এ উল্লেখিত বিধিনিষেধ ব্যতীত)। কিছু ব্যবহারকারী কয়েক দশ হাজার ছবি সংরক্ষণ ও শেয়ার করেন, এবং এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে ডিস্ক স্পেস ও ব্যান্ডউইথ সস্তা নয়, তাই আপনি এদের যে কোনো একটির খুব বেশি পরিমাণ ব্যবহার করলে এবং আপনার ব্যবহারের ধরণ আমাদের খরচ উসুল করার সুযোগ না দিলে (উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার ছবি এমনভাবে প্রকাশ না করেন যাতে সেগুলো আমাদের সাইটে ফিরে আসে—ফলে আমরা সম্ভাব্য বিজ্ঞাপনী আয় হারাই), তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করার এবং এমন উপায় নিয়ে আলোচনা করার অধিকার সংরক্ষণ করি যা আপনার প্রয়োজন মেটায় এবং একই সঙ্গে আমাদের প্রকল্পটিও টিকে থাকতে পারে।
আমি একটি ছবি মুছে ফেলেছি, কিন্তু সরাসরি লিঙ্কে এখনও দেখা যাচ্ছে। কেন?
আমাদের সিস্টেমের প্রযুক্তিগত কারণে, মুছে ফেলার প্রায় 30 মিনিটের মধ্যে CDN ক্যাশ থেকে ছবি সরিয়ে ফেলা হয় (সাধারণত আরও দ্রুত ঘটে)। এরপরও যদি আপনি আপনার ছবি দেখেন, তবে সম্ভবত এটি আপনার ব্রাউজারে ক্যাশ হয়েছে। ক্যাশ রিসেট করতে, অনুগ্রহ করে ছবির পাতায় গিয়ে Ctrl+Shift+R চাপুন।
আমি আপলোড করা একটি ছবি বদলাতে চাই, কিন্তু URL একই রাখতে চাই। এটা কি সম্ভব?
এই ফিচারটি শুধুমাত্র প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য উপলভ্য। একই URL রেখে ছবি প্রতিস্থাপন করতে এই ধরনের অ্যাকাউন্টে আপগ্রেড করুন।
আমি বেনামে একটি ছবি আপলোড করেছি। আমি কীভাবে এটি মুছতে পারি?
অনুগ্রহ করে আপনার ব্রাউজারের হিস্টরিতে সেই পাতাটি খুঁজুন যা সংশ্লিষ্ট ছবি আপলোড করার পরপরই লোড হয়েছিল; কোড বক্সের শেষ লিংকটি এমন একটি পাতায় নিয়ে যায়, যেখান থেকে বেনামে আপলোড করা ছবিটি আপনি আমাদের সাইট থেকে মুছে দিতে পারেন।
আমি "Do not resize" অপশনটি নির্বাচন করেছি, তবুও আমি যে ছবিগুলো আপলোড করছি সেগুলো ছোট হয়ে যাচ্ছে!
আপনি ছবিটির পৃষ্ঠা খুলে Zoom বোতাম বা ছবিতেই ক্লিক করে ফুল রেজোলিউশনে দেখতে পারেন। এরপর যদি মূল রেজোলিউশনে ছবির সরাসরি লিংক দরকার হয়, তাহলে জুম করা ছবির ওপর ডান বোতামে ক্লিক করে "Copy image address" নির্বাচন করুন। এই মুহূর্তে কোড বক্স থেকে ফুল-রেজ ছবির URL সহজে পাওয়ার সুবিধা নেই, তবে ভবিষ্যতে প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য একটি অপশন হিসেবে এটি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমি যে ছবিগুলো আপলোড করি সেগুলো কি প্রাইভেট? আমি কি অন্য ব্যবহারকারীদের আপলোড করা ছবি খুঁজে বা দেখতে পারি?
আপনি যাদের সাথে আপনার ছবির লিঙ্ক শেয়ার করেছেন কেবল তারাই এটি দেখতে পারবেন। আমরা আপলোড করা ছবিগুলো কোনো গ্লোবাল ক্যাটালগে প্রকাশ করি না, এবং ছবির কোড অনুমান করাও কঠিন। তবে আমরা পাসওয়ার্ড প্রোটেকশন বা অনুরূপ যাচাইকরণ সমর্থন করি না, তাই আপনি যদি কোনো পাবলিক ওয়েব পেজে আপনার ছবির ঠিকানা পোস্ট করেন, সে পেজে যাদের প্রবেশাধিকার আছে—তারা সবাই আপনার ছবি দেখতে পারবে। এছাড়া, যদি আপনার ছবির সংগ্রহের জন্য প্রকৃত গোপনীয়তা দরকার হয়, তাহলে Postimages সম্ভবত আপনার জন্য উপযুক্ত নয়; এই ধরনের প্রাইভেট স্টোরেজের দিকে বেশি মনোযোগী অন্য ইমেজ হোস্টিং সেবাগুলো বিবেচনা করুন।
আমি আপনাদের কাছ থেকে অর্ডার করা একটি ফিজিক্যাল পণ্যে সমস্যা পেয়েছি! আমি আমার ছুটির জন্য এই সুন্দর অ্যাপার্টমেন্টটি ভাড়া নিতে চাই! আপনাদের বিক্রি করা কিছু ব্র্যান্ডের বিরুদ্ধে আমার রাজনৈতিক অবস্থানের কারণে আমি আপনারা যে পণ্য বিক্রি করেন তা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি!
দুঃখিত, আপনাকে সম্ভবত অন্য কারও সাথে যোগাযোগ করতে হবে। অনেক বিক্রেতা তাদের পণ্য ও সেবার ছবি হোস্ট করতে Postimages ব্যবহার করেন, কিন্তু আমরা তাদের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই এবং এ ধরনের প্রশ্নে আমরা সাহায্য করতে পারি না।
সার্ভারে ছবি কতদিন থাকবে?
আপনি প্রতি পোস্টে সীমাহীন সংখ্যক ছবি আপলোড করতে পারেন, এবং নিষ্ক্রিয়তার কারণে আপনার ছবি মুছে যাবে—এ নিয়ে কোনো উদ্বেগ থাকবে না।