Postimages সম্পর্কে
Postimages ২০০৪ সালে একটি স্পষ্ট লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল: সবার জন্য ইমেজ আপলোডকে সহজ ও সুলভ করা। মেসেজ বোর্ডের জন্য একটি টুল হিসেবে শুরু হলেও এটি এখন এমন এক বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা প্রতি মাসে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন।
আমরা ওয়েবসাইট, ব্লগ, ফোরাম এবং সোশ্যাল মিডিয়া জুড়ে ছবি শেয়ার করার জন্য তৈরি দ্রুত, নির্ভরযোগ্য ও সহজ-ব্যবহারযোগ্য ইমেজ হোস্টিং সেবা প্রদান করি। আমাদের মূল ফিচারগুলো সবার জন্য ফ্রি, আর প্রিমিয়াম অ্যাকাউন্টে অতিরিক্ত সুবিধা হিসেবে বেশি স্টোরেজ, উন্নত টুলস এবং বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা পাওয়া যায়।
আমাদের টিম ধারাবাহিক উন্নয়ন, আধুনিক প্রযুক্তি এবং দ্রুত সাড়া দেওয়া সহায়তায় নিবেদিত, যা আমাদেরকে ওয়েবে সবচেয়ে বিশ্বস্ত ও বহুল ব্যবহৃত ফ্রি ইমেজ হোস্টিং সমাধানগুলোর মধ্যে একটি হিসেবে থাকতে সহায়তা করে।
আজই Simple Image Upload মড দিয়ে আপনার ফোরাম আপগ্রেড করুন এবং দেখুন পোস্টিং পেইজ থেকেই সরাসরি ছবি যোগ করা কতটা সহজ।