Postimages সম্পর্কে

Postimages 2004 সালে প্রতিষ্ঠিত হয়, মেসেজ বোর্ডগুলোকে সহজে বিনামূল্যে ছবি আপলোড করার সুবিধা দিতে। Postimages একটি অত্যন্ত সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য ফ্রি ইমেজ সার্ভিস। নিলাম, মেসেজ বোর্ড, ব্লগ এবং অন্যান্য ওয়েবসাইটে লিংক দেওয়ার জন্য এটি আদর্শ। আপনার প্রয়োজনমতো যেকোনো সময় যাতে আপনার ছবি এখানে থাকে, সে জন্য Postimages সর্বোচ্চ আপটাইম ও পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। কোনো রেজিস্ট্রেশন বা লগ ইন প্রয়োজন নেই; শুধু আপনার ছবি জমা দিলেই হবে। ধারাবাহিক আপগ্রেড ও নিবেদিত টিমসহ, ফ্রি ইমেজ হোস্টিংয়ের জন্য Postimages হলো #1 সমাধান।

আজই সিম্পল ইমেজ আপলোড মড ইনস্টল করুন এবং পোস্টিং পেজ থেকেই ছবি আপলোডের সহজতা উপভোগ করুন।